০৯ খলিষখালী ইউনিয়ন পরিষাদের মাসিক সভার সিদ্ধান্ত সমৃহ:
বিগত ০৫/০৭/২০১৬ তারিখে মাসিক মিটিং এসবার সর্বোসম্পতি ক্রমে খলিষখালী ইউনিয়ন পরিষাদ সংকার করার জন্য সিদ্ধান্ত করা হয় এবং খুব দুরুত কাজ শুরু করা হবে।
বিগত ০৫/৭/২০১৬ তারিখের মাসিক মিটিং এসবার সর্বোসম্মতি ক্রমে খলিষখালী ইউনিয়নের সমস্ত ওয়ার্ডের নাগরিদের কাছ থেকেপুরাতন হাতে লেথা কার্ড জমা গ্রহণ পূর্বক অনলাইন ডিজিটাল কার্ড প্রদানেরসিদ্ধান্ত গ্রহন করা হয়। এবং ইন্টারনেট, কাগজ, বিদ্যুতবিল ও আনুষঙ্গিক খরচবাবদ উদ্যোক্তাকে সর্বোচ্চ ৫০ (দশ) টাকা কার্ডধারীর কাছ থেকে নেওয়ারসিদ্ধান্ত গ্রহন করা হয়।
রঃ নং | সিদ্ধান্ত সমূহ | বাস্তবায়নে |
০১ | অনলাইন জন্ম নিবন্ধন এবং বাল্য বিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি | ইউনিয়ন পরিষদ সকল মেম্বার, ইউনিয়ন সমাজকর্মী, ইউআইএসসি, সচিব । |
০২ | ইভটিজিং বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ সামাজিক জনসচেতনতা বৃদ্ধি | ইউনিয়ন পরিষদ সকল মেম্বার, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র/ছাত্রী, অভিভাবক, ইউনিয়ন সমাজকর্মী, ইউআইএসসি, সচিব । |
০৩- | সরকারি খাস জমি রক্ষনাবেক্ষন | ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা |
০৪ | আইন শৃঙ্খলা ও চোরাচালান | বাংলাদেশ বর্ডার গার্ড |
০৫ | কৃষি বিষয়ক নতুন নতুন ধানের বীজ রোপন | উপ সহকারী কৃষি কর্মকর্তা |
০৬ | ইউআইএসসি উদ্দ্যোক্তা দ্রুত ওয়েব পোর্টাল শেষ করা |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS