Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে ৯নং খলিষখালী ইউনিয়ন

 

প্রাচুযে, আভিজাত্যে ও সম্প্রীতিতে খলিষখালী ইউনিয়ন।

 

তৎকালীন সময়ে খলিষখালীতে জমিদারগনের নিবাস ছিল।

অফিস পরিচিতিঃ ০৯ নং খলিষখালী ইউনিয়ন পরিষদের পশ্চিমে সরুলিয়া ইউনিয়ন,পূবে মাগুরা ইউনিয়ন,

দক্ষিনে খেরশা ও উত্তরে ইসলামকাটি ইউনিয়ন ।এই ইউনিয়নের আয়তন ৩৭.৩৬ বগ কিঃমিঃ প্রায়। জনসংখ্যা জন্মনিবন্ধন অনুযায়ী মোট-৩১,৪৬৮ জন। পুরুষ-১৬৬৩১জন,মহিলা-১৪,৮৩৭জন। ১১টি মৌজা ও  ৩০ টি গ্রাম  নিয়ে এ ইউনিয়ন

 

পরিষদ গঠিত। এই ইউনিয়নে কলেজ ২টি মাধ্যমিক,বিদ্যালয় ৪টি, প্রাথমিক বিদ্যালয় ২১টি ও মাদ্রাসা ২টি, ক্বওমিয়া মাদ্রাসা-১টি, মসজিদ- ২৪টি,মন্দির-৫টি, রামকৃষ্ণ মিশন- ১টি।পুলিশ ক্যাম্প-১টি, হাটবাজার ৯টি, স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র-১টি, কমিউনিটি ক্লিনিক-৩টি,পোঃঅফিস-২টি, ব্যাংক-১টি, ভূমি অফিস-১টি, এনজিও-৪টি, কিন্ডার গাটেন-২ টি, বীমা অফিস-১টি,।শিক্ষারহার-শতকরা৬৫ভাগ।