Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খলিষখালীতে প্রাকাশ্যে ভিজিডি‘র কার্ডের জন্য ২ নম্বর ওর্য়াডে ২৭ দুস্থ্য নারীর তালিকা প্রনয়ন
বিস্তারিত

 খলিষখালীতে প্রাকাশ্যে ভিজিডি‘র কার্ডের জন্য ২ নম্বর ওর্য়াডে
 ২৭ দুস্থ্য নারীর তালিকা প্রনয়ন

তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুই নম্বর ওর্য়াডের গরীব,অসহায় এবং দুস্থ্য নারীদের মাঝে সরকারের বরাদ্ধকৃত ভিজিডি‘র চাল বিতরনের জন্য প্রকাশ্যে তালিকা প্রনয়ন করা হয়েছে।

শনিবার ১২/১১/১৬ তারিক বিকেলে খলিষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিজিডি‘র তালিকায় নাম লেখাতে নারীরা উপস্থিত হন। এর আগে ২ নম্বর ওর্য়াডের গনেশপুর ও এনায়েতপুর গ্রামে গ্রাম পুলিশ, মেম্বর এমনকি মসজিদের জুম্মার নামাজের পূর্বে তালিকা প্রননয়ণে ভিজিডি কার্ডের জন্য নাম লেখানোর ঘোষনা দেয়া হয়।

দেড় শতাধিক নারী ভিজিডি কার্ডের জন্য আবেদন ফরম পুরুন করেন। পরে প্রকাশ্যে যাচাই বাচাই শেষে দুই নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্ধকৃত ২৭ জন নারীর নাম উঠে আসে। ভিজিডি কার্ড প্রস্তুতে ভিখারীদের অগ্রাধিকার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাফ্ফর রহমান, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, নারী নেত্রী মুর্শিদা খাতুন পাঁপড়ী, ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান, খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আপ্তাব মোড়ল, দুই নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মোকাম আলী মোড়ল, সাধারন সম্পাদক তোতা শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইউসুফ মোড়ল, শেখ আক্তার হোসেন, ইউপি সদস্য জালালউদ্দিন মোড়ল, আব্দুল মজিদ, শফিকুল মোল্লা,তপন মন্ডল, পঙ্কজ কুমার রায়, আব্দুস সবুর, গনেশ বর্মন, সাবিনা ইয়াসমিন, যুবলীগ নেতা বিপ্লব মুখাজী চাদু, নারায়ন হোড়।

অনুষ্ঠানে খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাফ্ফর রহমান বর্তমান সরকারের নানামুখি উন্নয়ন কর্মকান্ড, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা,বিদ্যুৎ,ভিজিডি, ভিজিএফ, দুস্থ্য নারীদের জন্য গর্ভবর্তী ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধ ভাতা, আবাসন সুবিধা, রাস্তাঘাটের উন্নয়নের বিষয়ে তুলে ধরেন।

চেয়ারম্যান মোজাফ্ফর রহমান এসময় ভিজিডি কার্ডের নামে দুস্থ্যদের কাছ থেকে কেউ যেন আর্থিক সুবিধা নিতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।
 
 

ডাউনলোড
ছবি