Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খলিষখালী ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(ইজিপিপি)কর্মসূচির জন্য শ্রমিক নেয়া হচ্ছে।
বিস্তারিত

  খলিষখালী ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(ইজিপিপি)কর্মসূচির জন্য শ্রমিক নেয়া হচ্ছে।
কাজ করতে আগ্রহীদের দ্রুত নাম লেখাতে স্ব স্ব ওর্য়াড মেম্বর অথবা খলিষখালী ইউনিয়ন পরিষদে অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
কে এই কর্মসূচির সুবিধাভোগী হতে পারবে?
দরিদ্র জনগোষ্ঠির অন্তর্ভূক্ত ব্যক্তি যার কাজের সামর্থ্য আছে এবং ভুমিহীন (বাড়ি ছাড়া ০.৫ একরের কম পরিমান জমি আছে)। যে ব্যাক্তির মাসিক আয় ৪,০০০/- (চার হাজার) টাকার কম অথবা যার মাছ চাষের জন্য পুকুর বা কোন শ্রণীসম্পদ নেই । অদক্ষ শ্রমিক যারা কাজ করতে আগ্রহী কিন্তু কোন কাজ পায় না। অদক্ষ শ্রমিক বলতে যারা দিন মজুর, রাজমিস্ত্রি,কাঠমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, গ্যাস মিস্ত্রি এবং কারখানা শ্রমিক অথবা যার অন্য কোন কাজের সুযোগ নেই । মহিলা এবং পুরুষ নির্বিশেষে একটি পরিবার থেকে মাত্র ০১ জন এ কাজের জন্য নির্বাচিত হবেন।
শ্রমিকের সংখ্যা মোট ৩৪০ জন।

 

অনুরোধক্রমে-

মোজাফ্ফর রহমান
চেয়ারম্যান
৯ নং খলিষখালী ইউনিয়ন পরিষদ,
উপজেলা-তালা,
জেলা- সাতক্ষীরা


 

ডাউনলোড